আল বিরুনি হলো একজন ইসলামিক জ্যোতির্বিজ্ঞানী,এনথোগ্রাফিস্ট,ভাষাবিদ, গণিতবিদ,নৃবিজ্ঞানী,ইতিহাসবিদ, ভূগোলবিদ।আল বিরুনি জন্ম ইসলামিক সোনালী যুগে। তার জন্ম (৫ সেপ্টেম্বর ৯৭৩ সালে) বর্তমানের উজবেকিস্তানে। তার সম্পূর্ণ নাম আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমেদ আল বিরুনি।আবু রায়হান আল বিরুনি ছিলেন সুন্নি মুসলিম, উনার তরিকত হলো আসারি (যা সুন্নি মুসলিম স্কলার দ্বারা প্রতিষ্ঠিত)। আল বিরুনি তার সময়ের বিজ্ঞানের প্রত্যেকটি অংশ নিয়ে গবেষণা করছেন। আল বিরুনি প্রথম ব্যাক্তি যিনি আবিষ্কার করছে সিমেট্রিক পার্থক্য জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র মধ্যে। আল বুরানি জ্যোতিষশাস্ত্র বিখ্যাত হওয়ার কারণ হলো তিনি আধ্যাত্নিক এবং বৈজ্ঞানিক দুই পদ্নতি বিজ্ঞানিক গবেষণায় ব্যাবহার করছেন( eg. Some suggest that his reasons for refuting astrology relate to the methods used by astrologers being based upon pseudoscience)। উনি জ্যোতিষশাস্ত্রে জ্যামিতি দীয়ে শুরু করছে তারপর পার্টি গণিত,তারপর নাম্বার এরপর মহাবিশ্বের কাঠামো গঠন সম্পর্কে ধারণা এবং বিচারিক জ্যোতিষশাস্ত্র দীয়ে শেষ করছে । পৃথিবীতে এমন কোন জ্যোতিষশাস্ত্রবিদ নেই যিনি জ্যোতিষশাস্ত্র বিদ্যার সম্পূর্ণ পক্রিয়া যার আবদান আছে এই মর্যাদা বা কৃতিত্ব আছে আল বুরানির।
 |
AL BIRUNI |
ইসলামিক আরেক স্কলার আল সিজজি প্রস্তাব দেন যে পৃথিবী তার অক্ষ পথে ঘূর্ণয়মান ,এই তথ্যের উপর ভিত্তি করে আল বুরানি তার রিসার্চ অনেক দূরে নিয়ে যান এবং ইবনে সিনার সঙ্গেও অনেক বার বিতর্ক করেন তিনি। আল বিরুনি Aristotle's celestial physics এর দূর্বল দীক গুলো চিহ্নিত করেন। আল বুরানি ১৪৬ টা বই লিখছেন যার ৯৫ টী জ্যোর্তিবিদ্যা,ম্যাথমেটিক্স এবং এই রিলেটেড সাবজেক্ট গুলোর।
আল বিরুনি নামে চাদে একটী গর্ত আছে (The crater Al-Biruni)।
এই বিখ্যাত মনিষী ১০৪৮ সালের ১৩ ডিসেম্বর মৃত্যু বরন করেন।