আবু নাসের মনসুর ইবনে আলী একজন মুসলিম পারসিয়ান বিজ্ঞানী,জন্ম (৯৭০) গিলানে এবং মৃত্যু (১০৩৬) গজনী।
তিনি রাজ পরিবারে জন্ম গ্রহন করছেন।আবু ওয়াফাহ ছাত্র ছিলেন। তার সবচেয়ে বেশি অবদান গণিতে,কিন্তু জ্যোতির্বিদ্যায় ও তার অবদান আছে।আবু নাসের সবচেয়ে বেশি পরিচিত ত্রিকোণমিতির সাইন লয়ের অবদানের কারণে। আবু নাসেরের ছাত্র এবং সহকর্মী হলো আল বীরুনী।