আবু নাসের মনসুর


 আবু নাসের মনসুর ইবনে আলী একজন মুসলিম পারসিয়ান বিজ্ঞানী,জন্ম (৯৭০) গিলানে এবং মৃত্যু (১০৩৬) গজনী।


তিনি রাজ পরিবারে জন্ম গ্রহন করছেন।আবু ওয়াফাহ ছাত্র ছিলেন। তার সবচেয়ে বেশি অবদান গণিতে,কিন্তু জ্যোতির্বিদ্যায় ও তার অবদান আছে।আবু নাসের সবচেয়ে বেশি পরিচিত ত্রিকোণমিতির সাইন লয়ের অবদানের কারণে।  আবু নাসেরের ছাত্র এবং সহকর্মী হলো আল বীরুনী